খুলনার বটিয়াঘাটায় উপজেলা প্রশাসন গণহত্যা দিবস পালিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে খুলনার বটিয়াঘাটায় মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেয়ারা তান্নির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, সমবায় কর্মকর্তা জান্নাতুন নেসা, আইসিটি কর্মকর্তা আসলাম ফেরদাউস, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমির আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ রায়, কামরুল ইসলাম, দাউদ হোসেন, শিবেন্দ্র গাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম এবং বটিয়াঘাটা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা বলেন, ২৫ মার্চ ছিল বাঙালি জাতির ইতিহাসের এক ভয়াবহ কালরাত। পাক হানাদার বাহিনী সেদিন ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে নিঃশেষ করার চেষ্টা করেছিল। সেই ভয়াল গণহত্যার স্মরণে জাতি আজ শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *