ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি।
বিভাগীয় প্রতিনিধি খুলনা।
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [25 MARCH 2025]
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ গত ২৪ মার্চ ২০২৫ তারিখ রাতে লবণচরা থানাধীন বিশ্বরোড মোড় এলাকা থেকে সাকিব সরদার (২০), পিতা-সামসু সরদার @ শান্ত সরদার, সাং-আছাবোয়া চালনা পৌরসভা, থানা-দাকোপ, জেলা-খুলনাকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।