শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক বন দিবস পালিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২৪ মার্চ সোমবার সকালে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং বনবিভাগের যৌথ উদ্যোগে উপজেলার রাংটিয়া রেঞ্জের বনরাণী ফরেস্ট রিসোর্ট চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার সহকারি একান্ত সচিব পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আশিকুর রহমান শামি।
সভায় কৃত্রিম প্রজনন কেন্দ্র শেরপুরের উপ-পরিচালক ড. আবু সাইদ সরকার, শেরপুরের বন্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান, রাংটিয়া রেঞ্জের সহকারি বন সংরক্ষক তানভীর আহমেদ ইমন, রাংটিয়া রেঞ্জের সহযোগি রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন বালিজুড়ি রেঞ্জের সামাজিক বনায়নের ৫৫ জন উপকারভোগীর মাঝে মোট ৫৪ লক্ষ ৬৬ হাজার ২৩৯ টাকার প্রাপ্য লভ্যাংশের চেক বিতরণ করা হয়