বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ গ্ৰেফতার-০১
বিভাগীয় প্রতিনিধি খুলনা।
এম এ জলিল
অদ্য ২৪/০৩/২০২৫খ্রিঃ বেনাপোল পোর্ট থানার এসআই(নিঃ)/ বিনয় কুমার হালদার, এএসআই আইয়ুব আলী সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন পৌরসভার দূগাপুর রোড এলাকায় অভিযান পরিচালনা করে রাত ০০.৪০ ঘটিকায় ১(এক) কেজি গাঁজাসহ জিল্লুর রহমান(৪০) নামের এক ব্যক্তিকে গ্ৰেফতার করেছে। এসময় পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর চালিত ভ্যান জব্দ করা হয়েছে। গ্ৰেফতারকৃত আসামি জিল্লুর বেনাপোল থানাধীন দুর্গাপুর গ্ৰামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এসংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নং- ১৭ তাং ২৪/০৩/২৫খ্রিঃ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯( ক)/ ৪১/৩৮ রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে