১ টা সংবাদ একই রকম, কিন্তু স্থান আলাদা প্লিজ দেখবেন
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হচ্ছে। গত ২২ মার্চ (শনিবার) সকাল ৯ টার সময় চাল বিতরনের উদ্বোধন করেন শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন। ২২, ২৩ ও ২৪ মার্চ চাল বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে শিরন্টি ইউনিয়ন পরিষদে ৪৩৮৮ পরিবারের মাঝে প্রায় ৪৩.৮৮ মে. টন চাল বিতরন করা হবে বলে জানান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রেজাউল করিম।
সাপাহারে গোয়ালা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থবছর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হচ্ছে।
গত ২২ মার্চ (শনিবার) সকাল ৯ টার সময় চাল বিতরনের উদ্বোধন করেন গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান। ২২, ২৩ ও ২৪ মার্চ বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় বাস্তবায়নে গোয়ালা ইউনিয়ন পরিষদে ৫৯০২ জন পরিবারের মাঝে প্রায় ৫৯.০০ মে. টন চাল বিতরন করা হবে বলেও চেয়ারম্যান কামারুজ্জামান জানান