মধ্যরাতে গুলশানে স্পা সেন্টারে র‌্যাবের অভিযান, একাধিক নারী আটক

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর গুলশানে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। অভিযানে স্পা সেন্টারটির একাধিক নারী কর্মীকে আটক করা হয়েছে। রোববার (২৪ মার্চ) দিনগত মধ্যরাতে এ অভিযান চালানো হয়। গুলশান-১ এ আর এম সেন্টার নামে একটি ভবনের চারতলায় এ স্পা সেন্টারটি অবস্থিত।
র‍্যাব-১ সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন সংবাদ ছিল, দীর্ঘদিন ধরে আর এম সেন্টারের চতুর্থ তলায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল। এ সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টা পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপের জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র‍্যাব। আটক নারী কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *