পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মহানগরীতে যান চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন মালিকদের সাথে মতবিনিময় সভা: কেএমপি।
বিভাগীয় প্রতিনিধি খুলনা।
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [23 MARCH 2025]
আজ ২৩ মার্চ ২০২৫ তারিখ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় কেএমপি’র সদর দপ্তরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মহানগরীতে যান চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন মালিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করতে হবে। নগরীতে বহুতল ভবন করতে হলে অবশ্যই পূর্বপরিকল্পনা অনুযায়ী সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা করে পার্কিং স্পেস রাখতে হবে। অন্যথায় ট্রাফিক ক্লিয়ারেন্স বা প্রত্যয়ন প্রদান করা হবে না। নগরীর সকল ফুটপথ অবৈধ দখলমুক্ত করতে হবে। অনিবন্ধিত যানবাহন, গাড়িতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী এবং কালো গ্লাস ব্যবহারকারী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাস্তা পারাপারে জেব্রাক্রসিং ব্যবহার, মোবাইলের হেডফোন কানে দিয়ে রাস্তা পার না হওয়া, নির্দিষ্ট স্থান ছাড়া গাড়ি পার্কিং না করা ও রাস্তার মোড়গুলোতে বাম লেন ব্লক না করা, অযথা হর্ন বাজানো, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, বাইকে দুই জনের বেশি আরোহন না করার জন্য বলেন। সকলের অংশগ্রহনের মাধ্যমে টেকসই ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে কেএমপির ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে।
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসারসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।