এখন যুগ পর আজ খুলনা লবনচরা থানার I B W F উদ্বেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রতিনিধি খুলনা।
এম এ জলিল
বাংলাদেশ জামায়াতেইসলামী আয়েজিত I B W F এর ঊদোগে খুলনা লবনচরা থানার গিরিনভিউ আবাসিক এলাকায় বিশাল এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্বকরেন হাফেজ মাও মোঃ ইসমাইল হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন I B W F এর খুলনা মহানগরীর সহ সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ হুমায়ুন কবির সাহেব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জনাব ডিম এম নাসির উদ্দিন।সদর উত্তরের সভাপতি জনাব আব্দুল হকহরিণ টানার সভাপতি আনোয়ার হোসেন ।বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহেব্বুল্লাহ নুর জামাল হায়দার।লবনচরা পূর্বের সভাপতি ফেরদৌস আলম সেক্রেটারি মোঃ রেজাউল করিমপশ্চিমের সেক্রেটারি সাংবাদিক এম এ জলিলদক্ষিণের সভাপতি এডঃ শাহীন আলম সাবেক পুলিশঅফিসার মুহিতুজ্জামান এ ছাড়াআরো গণ্যমান্য ব্যক্তি বর্গ।