আ. লীগের নিবন্ধন বাতিলের দাবিতে মোহাম্মদপুরে এনসিপির মশাল মিছিল

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ ও বিচারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাত সাড়ে ১০টায় দলটির মোহাম্মদপুর জোনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সমাবেশ শেষে মশাল মিছিলটি আল্লাহ করিম মসজিদ মোড় থেকে আসাদ গেট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হুসেইন বলেন,‘ মোহাম্মদপুরে যারা ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচার করতে হবে।’ এনসিপির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব বলেন, ‘আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করাই ছিল তাদের সাংগঠনিক কার্যক্রম। বিষের যেমন ভালো বিষ খারাপ বিষ বলে কিছু নেই তেমনি আওয়ামী লীগেরও ভালো লীগ বা মন্দ লীগ বলে কিছু নেই।’ এ ছাড়াও সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য মীর হাবীব আল মানজূর ও মোহাম্মদপুর জোনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *