আওয়ামী লীগ জন্ম থেকেই ফ্যাসিস্ট : টুকু

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা উন্নয়ন করেছি; আওয়ামী লীগ দখলবাজ আর লুটপাটে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আওয়ামী লীগ জন্ম থেকেই ফ্যাসিস্ট। গত শনিবার রাজধানীর একটি মিলনায়তনে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। টুকু বলেন, আমি সিরাজগঞ্জবাসীর উন্নয়নে দলীয়করণ বিবেচনা করিনি। দল দেখে-মুখ দেখে কারও উপকার করিনি। আওয়ামী লীগের বিন্দুমাত্র মায়া-মমতা নেই। আওয়ামী লীগের চরিত্র সবাই জানে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবে ফ্যাসিস্ট। যে মাওলানা ভাসানী দলটা তৈরি করেছিলেন, তিনি দলে থাকতে পারেননি। উনি যেদিন ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করলেন, সেদিনও আওয়ামী লীগ ওনাকে হেনস্তা করেছিল। তার মানে ওরা ছাড়া আর কেউ মানুষ না। এটাই হচ্ছে আওয়ামী লীগ। যখনই তাদের (আওয়ামী লীগের) পতন হয়, তখন তারা হাওয়া হয়ে যায়। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। শেখ হাসিনার বিচারের জন্য নির্বাচন বিলম্ব করা যাবে না। টুকু বলেন, শেখ হাসিনার বিচার সময়সাপেক্ষ বিষয়, এ কারণে নির্বাচন থেমে থাকতে পারে না। এ ছাড়া এমন কিছু করা যাবে না যাতে জুলাই আন্দোলন ব্যর্থ হয়।

দ্বিতীয় স্বাধীনতার, শহীদদের তালিকা প্রকাশের সমালোচনাও করেন বিএনপি এই নীতিনির্ধারক। তিনি আরও বলেন, পহেলা বৈশাখ পালন করলে ইসলাম পচে যাবে না, এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। ধর্মের দোহাই দিয়ে সংস্কৃতি বাধাগ্রস্ত করা যাবে না। দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি কাওসার আজম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক, সংগঠনের সাবেক সভাপতি সেলিম খান, সদস্য সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম ও রায়হান মোর্শেদ প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *