হাতিরঝিলে বায়িং হাউজের আড়ালে চলছে মাদক কারবার, গ্রেপ্তার ৪
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
রাজধানীর হাতিরঝিলে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ইয়াবার চালানটি জব্দ করা হয়। এ সময় জব্দ করা হয়েছে একটি নতুন গাড়িও। গ্রেপ্তারকৃতরা হলেনÑ নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার নজরুল ইসলাম ওরফে সোহেল রানা, শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আল মামুন, চট্টগ্রামের খুলশী থানার মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক এবং তার স্ত্রী তানিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহমেদ জানান, চক্রটি বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে ইয়াবার বড় বড় চালান এনে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বিক্রি করে। চক্রটির বিরুদ্ধে গত মাসে একটি অভিযান চালানো হলেও তা ব্যর্থ হয়। সপ্তাহখানেক আগে গোয়েন্দা সূত্রে জানা যায়, চক্রটি ঈদ উপলক্ষে বিপুল পরিমাণ মাদক ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ নিয়েছে। তারা টেকনাফের একটি রিসোর্টে দীর্ঘ সময় ধরে হুন্দাই কোম্পানির বিলাসবহুল গাড়ির পাদানির নিচের প্যানেলে বিশেষ কৌশলে ১ লাখ ৬০ হাজার ইয়াবা ঢুকিয়ে রাখেন। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। সর্বশেষ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গাড়িটি জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়। শামীম আহমেদ আরও জানান, গাড়িটি জব্দের পর প্যানেলের ঝালাই করা অংশ খুলে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার তাদের বিরুদ্ধে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।