সান্তাহারে ট্রাক চালক কল্যান সমিতির উদ্যোগে আর্থিক অনুদান প্রদান
আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাক চালক কল্যান সমিতির সাম্প্রতিক সময়ে মৃত্যু বরণ করা তিন জন সদস্যদের পরিবারের মাঝে আর্থিক মৃত্যু অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে সান্তাহার পৌর শহরের ট্রাক চালক কল্যান সমিতির নিজস্ব কার্য্যালয়ে ট্রাক চালক কল্যান সমিতির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সহ- সভাপতি মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক রনি রহমান, হিসাব রক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সান্তাহার ট্রাক চালক কল্যান সমিতির সংগঠনের তিন জন মৃত্যু বরণ করা মৃত জামাল, মৃত বাচ্চু ও মৃত শমসের এর পরিবারের মাঝে মৃত্যু অনুদানের নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তোফাজ্জল হোসেন ভুট্টু।