সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। তাদের প্রবেশপদের ন্যূনতম বেতন বিসিএস কর্মকর্তাদের মতো নবম গ্রেডে অর্থাৎ ৩৫ হাজারের বেশি করার সুপারিশ করা হয়েছে। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এমন সুপারিশ করে গণমাধ্যম সংস্কার কমিশন।

কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বিসিএস ক্যাডার সার্ভিসে প্রবেশপদ, অর্থাৎ নবম গ্রেডের বেতন স্কেলের সঙ্গে সংগতি রেখে সাংবাদিকদের প্রবেশপদের বেতন হতে পারে। সারাদেশের সাংবাদিকদের জন্যই এটি হতে পারে। তবে ঢাকায় যেহেতু জীবনযাত্রার ব্যয় বেশি, সেক্ষেত্রে ঢাকার সাংবাদিকদের ক্ষেত্রে ‘ঢাকা ভাতা’ যোগ করা হতে পারে। সারাদেশে সাংবাদিকেরা যে বেতন পাবেন, ঢাকার ক্ষেত্রে এই ভাতা যোগ হবে। সরকার ও সংবাদমাধ্যমের বিভিন্ন পক্ষ এই ভাতা ঠিক করবে। উল্লেখ্য, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডের মূল বেতন শুরু ২২ হাজার টাকা দিয়ে। এর সঙ্গে বাড়িভাড়াসহ অন্য ভাতা মিলে বেতন হয় ৩৫ হাজারের বেশি। চাকরি ভেদে এটি কিছুটা কমবেশি হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *