বটিয়াঘাটায় চুরি হওয়া ইজিবাইক থানা পুলিশের সহায়তায় উদ্ধার।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের শৈলমারি ব্রিজের উত্তর পাশে আল আফওয়া চার্জিং পয়েন্টর, ইজিবাইক মালিক ফরিদ উদ্দিন এর একটি ইজিবাইক ১৯/০৩/২৫ তারিখ সকালে ড্রাইভার নাজমুল হোসেন ভাড়া হিসেবে সকাল ৮ টায় বের করে নিয়ে যায়। পরবর্তীতে রাত ১টা পর্যন্ত চার্জিং পয়েন্টে ফিরে না আসায়, ইজিবাইক মালিক ফোন করতে থাকে। কিন্তু তাকে ফোনে না পাওয়ায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরবর্তীতে সকাল ১০ টার সময় থানায় এসে ইজিবাইক মালিক একটি অভিযোগ দায়ের করেন। বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি নিয়ে তদন্তভার চৌকস অফিসার, এস আই কৌশিকের উপর দায়িত্ব দেন। অভিযোগের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে, চুরি হওয়া ইজিবাইক টি খুলনা জেলার পাইকগাছা থানা থেকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইজিবাইকটি, মালিকের কাছে হস্তান্তর করেন।