নগরীর বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতারে অংশ নিলেন পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাগণঃ

বিভাগীয় প্রতিনিধি খুলনা। এম এ জলিল
আজ ২২ মার্চ শনিবার পবিত্র মাহে রমজানের ২১ তম রোজা। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরীর বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়া শিশু-কিশোরদের সাথে পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাগণ ইফতারে অংশগ্রহণ করেন। গণমুখী পুলিশিং সেবার লক্ষ্যে মানুষের সাথে পুলিশের যোগাযোগ সহজীকরণের প্রয়াসে কেএমপি এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে নগরীর হরিণটানা থানার আল জামিয়াতুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ছাত্রদের সাথে ইফতারে অংশ নেন কেএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। সোনাডাঙ্গা মডেল থানার রহমত পাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতার করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ। লবণচরা থানার মারকাজুল উলুম মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতারে অংশ নেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ শাহনেওয়াজ খালেদ, পিপিএম(সেবা)।

সারাদিন রোজা রেখে ইফতারের সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে পেয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। এসময় পুলিশ কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শিক্ষার্থীদেরকে নানা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *