ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে শিবিরের বিক্ষোভ

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ করেছে জেলা ছাত্রশিবির।

এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা ঝিনাইদহ আলিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সে সময় উপস্থিত ছিলেন – জেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলাম, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু,শহর সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে যে বর্বর হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং একইসাথে এ হত্যাকাণ্ডের হিসাব জাতিসংঘকে দিতে হবে।

এছাড়া বক্তারা আরও বলেন, ইসরায়েল যে বোমা হামলা হচ্ছে তা শুধু ফিলিস্তিনের ওপর নয়, এ হামলা সারাবিশ্বের মুসলিমদের হৃদয়ে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *