সাপাহার সদর ইউনিয়ন পরিষদে ৪৩ হাজার ৫ শত ৫০ মে. টন চাউল বিতরণ
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রদিনিধি: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) ৪ হাজার ৩৫৫ টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে (ভিজিএফ) এর চাউল জন প্রতি ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
২০ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ পা পর্যন্ত চাউল বিতরণ করা হয়।
এ সময় সরকারের ঈদ উপহারের চাউল পেয়ে খুশি এলাকার নিম্ন আয়ের মানুষ।
চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাপাহার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম।
এ সময় সেখানে উপস্থিত ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রোকৌশলী আব্দুল গাফ্ফার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিদুল হক, ইউপি সদস্য মিজানুর চৌধুরী, শাহিন আলম সহ সকল ইউপি সদস্যগণ।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিদুল হক জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে ৪৩ হাজার ৫ শত ৫০ মে.টন চাউল ৪৩৫৫ টি পরিবারের মাঝে বিতরন করা হয়।
সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা একজন বৃদ্ধা মহিলা বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারবো।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম জানান, নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাউল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে