মোংলায় ধর্ষণচেষ্টাকারীকে গনধোলাই দিয়ে পুলিশে দিল মোংলা বাশি
বিভাগীয় প্রতিনিধি খুলনা।
এম এ জলিল
আট বছরের শিশু ধর্ষণচেষ্টাকারী এক যুবককে হাতেনাতে ধরে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার (১৯ মার্চ) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠে এ ঘটনার পর তাকে পুলিশে দেওয়া হয়।ধর্ষণচেষ্টাকারীর নাম আলী মোল্লা। তার বাড়ি খুলনায়। এলাকাবাসী জানিয়েছে, তিনি মাদকাসক্ত ও ভবঘুরে দিনমজুর। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠের এক বাসিন্দার আট বছরের শিশুকে পাশের একটি পুকুর পাড়ে ঢেকে নেয় আলী মোল্লা নামে এক যুবক। বিষয়টি তখন দেখে ফেলেন ওই শিশুর সহপাঠীরা। তারা এসে শিশুর পরিবারকে জানালে শিশুকে উদ্ধার ও যুবককে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। পরে ওই যুবককে পিটুনির পর পুলিশে দিয়েছেন তারা। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ধর্ষণচেষ্টাকারী আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।