মহেশপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের মহেশপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ এর উপস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মাওলানা বেলায়েত হোসেন। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন
নায়েবে আমীর আব্দুল বারী, নায়েবে আমীর ফকির আহমেদ, আমিরুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি হাসাদাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আক্তারুজ্জামান, উপজেলা পেশাজীবি সভাপতি লুৎফর রহমান, বায়তুলমাল সেক্রেটারি গোলাম সরোয়ার, মিনহাজ উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা আব্দুস শুকুর প্রমুখ।
বক্তারা বলেন রমজান মাস কোরান নাজিলের মাস। আল্লাহর কোরান দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতে হবে। সিয়াম সমস্ত অন্যায় থেকে বিরত থেকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সকল মানুষকে দাওয়াত দেওয়ার আহবান জানান।