নকলায় গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

১৯ মার্চ বুধবার বিকেলে নকলা পৌরশহরের পুরাতন হলপট্রি ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এসবের আয়োজন করে নকলার সর্বস্তরের তাওহীদি জনতা।

মানববন্ধনে বক্তব্য দেন মুফতি আনসারুল্লাহ, শামছুল হুদা জিহাদী, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা লিয়াকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাইয়্যান আল মাহাদি অনন্ত প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন মুসলিম হিসেবে আজ আমরা লজ্জিত। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজাবাসিকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে আর আমরা তা চেয়ে চেয়ে দেখছি। এটা হতে পারেনা। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বের সকল মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘ ও ইসলামী সহযোগী সংস্থাকে (ওআইসি) তাদের প্রশ্নবিদ্ধ ভুমিকা থেকে বের হয়ে আসতে হবে। মুসলমানদের মধ্যে বিভক্তি থাকা চলবেনা। যতদিন পর্যন্ত আমরা বিভক্তি ভুলে এক হতে না পারব ততদিন পর্যন্ত আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের উপর ইসরাইলি হামলা বন্ধ হবেনা। মুসলিম উম্মাসহ সারা বিশ্বকে আবারও শক্তভাবে সন্ত্রাসী ইসরাইল ও তার সহযোগী রাষ্ট্রগুলোর পণ্য বর্জন করতে হবে।

মানববন্ধন থেকে যুদ্ধ বিরতি মেনে চলে গাজায় হামলা বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করার জন্য সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *