বগুড়ায় বাদীর টাকা কেড়ে নেওয়া সেই এসআই প্রত্যাহার
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
মামলা করতে আসা নারীর কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) তাকে সদর থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন পাওয়া গেলে সাময়িক বরখাস্ত করা হবে।
জানা গেছে, মা ও বোনকে মারধরের ঘটনায় শহরের হাড্ডিপট্টি এলাকার আরিফুল ইসলামের মেয়ে আফছানা জাহান গত ১৬ মার্চ মামলা করতে বগুড়া সদর থানায় যান। থানার ডিউটি অফিসার এসআই জাহিদ মামলার খরচ বাবদ ১০ হাজার টাকা দাবি করেন। এত টাকা নেই বলার একপর্যায়ে তার হাতে থাকা তিন হাজার টাকা কেড়ে নেয় এসআই। এ ছাড়া আরও সাত হাজার টাকা দাবি করেন ঐ এসআই।
সন্ধ্যা পর্যন্ত থানায় বসে থেকে বাড়ি ফিরে যান আফছানা জাহান। মামলা রেকর্ড না হওয়ায় পরদিন সোমবার (১৭ মার্চ) আবারও থানায় যান তিনি। এ সময় তিনি একজন সংবাদকর্মীর মাধ্যমে বিষয়টি থানার ওসিকে জানালে জাহিদ তিন হাজার টাকা ফেরত দেন এবং মামলাটি রেকর্ড করেন।