খুলনার বটিয়াঘাটায় ৮ অনলাইন জোয়াড়ী দেরকে গ্রেফতার ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান ।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার সময় খুলনার বটিয়াঘাটা থানার ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি ও বালিয়াডাঙ্গা গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে ৮ জন ক্যাসিনো জোয়াড়ী কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন। ১। সাকিব শেখ (২৩), ২। অমিত হাসান (২৫), ৩।এমডি রফিকুল ইসলাম (২৫), ৪। সাকিব শেখ(২৫), ৫। আলামিন (৩৪), ৬। রিয়াজ সরদার (২৪), ৭।রাব্বি শেখ (২৩), ৮।রাজু শেখ (৩০) গ্রেফতার কৃতদের বিরুদ্ধে অনলাইনে জুয়া খেলার অপরাধে তিন মাস কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। গ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শরিফ শাওন।আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তফা খায়রুল বাশার বলেন, মাদক সেবন ও জুয়া ব্যবসার মাধ্যমে যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে মাদক ও জুয়ার মাধ্যমে। তিনি আরও বলেন, মাদক সেবন ও জুয়া নিয়ন্ত্রণে তিনি যেখানেই থাকেন না কেন, এধরণের অভিযান অব্যাহত থাকবে।