সাপাহারে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ (শুক্রবার) বিকেলে উপজেলার খঞ্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে শিরন্টি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আগামী জাতীয় নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক মাহমুদুস সালেহীন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব সাবেক অধ্যক্ষ মো. আব্দুন নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,নউপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা সহ: অধ্যাপক মোখলেসুর রহমান মুকুল, সাবেক আহ্বায়ক সদস্য আব্দুল কাহার মাস্টার, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেতী শাহনাজ বেগম, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, আইহাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লুৎফর রহমান মাষ্টার, সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া সহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। একই সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া-মোনাজাতের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *