নকলা পৌরশহরের ট্রেড লাইসেন্সধারী দোকান মালিকগণ পেলেন ডাস্টবিন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা পৌরশহরের ট্রেড লাইসেন্স নবায়ন করা দোকান মালিকদের পৌরসভার পক্ষ থেকে ডাস্টবিন উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেড লাইসেন্স নবায়ন না করা দোকান মালিকদের উদ্বুদ্ধ করা হয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন করারর জন্য।
১৮ মার্চ মঙলবার বিকেলে নকলা পৌরশহরের দোকান মালিকদের ট্রেড লাইসেন্স যাচাই করতে এসে নবায়ন করা ট্রেড লাইসেন্সধারী দোকান মালিকদের মাঝে উপহার হিসেবে ওই ডাস্টবিন বিতরণ করেন নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। ওই সময় পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব, হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, স্বাস্থ্য সহকারি জান্নাতুল ফেরদৌস, কনজারভেঞ্চী সুপারভাইজার ফজলে রাব্বি রাজনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নকলা পৌর প্রশাসক দীপ জন মিত্র জানান আমরা নকলা পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন দেখতে চাই এবং যেখানে সম্ভব আমরা পরিস্থিতি যাচাই করে বৃক্ষ রোপন করে একটি সবুজ শহর গড়তে চাই। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আজ আমরা পৌরসভার পক্ষ থেকে পৌরশহরে যে সব দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়েছে সেসব দোকান মালিকদের পৌরসভার পক্ষ থেকে ডাস্টবিন উপহার দেওয়া হল। আর যেসব দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি সেগুলোর মালিককে ট্রেড লাইসেন্স করার জন্য উদ্বুদ্ধ করা হল। আমরা চাই ট্রেড লাইসেন্স নবায়ন করার মাধ্যমে দোকান মালিকগণ যেন বৈধভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন।
উল্লেখ্য নকলা পৌরশহরসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ১৫৫৯টি দোকানের তথ্য রয়েছে পৌর কতৃপক্ষের হাতে। এরমধ্যে নবায়নকৃত ট্রেড লাইসেন্সের সংখ্যা মাত্র ৭৮০টি।