আদমদীঘিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদমদীঘি প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের আয়োজনে চলমান পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ক, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও সাধারন মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের দপ্তর প্রধানগন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সকল ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা নেতৃবৃন্দ, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার রহমান, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক এম এম আক্তারুজ্জামান মিঠু প্রমুখ। সভায় সকল বিষয় ভিত্তিক আলোচনান্তে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *