রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি সহ সোহাগ হোসেন ওরফে শুকলাল (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সোহাগ হোসেন ওরফে শুকলালের বসত ঘরের পশ্চিম পাশের খড়ের পালার ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুকলাল পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাসির হোসেনের ছেলে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ধৃত আসামী সোহাগ হোসেন ওরফে শুকলাল বসতবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘরের পশ্চিম পাশের খড়ের পালার ভিতর থেকে পাংশা থানার এসআই মো. শিহাবুদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ও যৌথ বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে। তার দখল থেকে একটি ওয়ান শুটার গান, দুইটি ব্ল্যাক কার্তুজ, দুইটি হাসুয়া, একটি স্টিলের তৈরি ব্যাটন আসামির দেখানো মতে জব্দ করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *