হযরত মুহাম্মদ সাঃ আঃ কে নিয়ে কটুক্তি করায় নাটোরে ছাত্রলীগ নেতা আটক

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাকিবুল হাসান স্বচ্ছ খাজুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ফেসবুকে রাজনৈতিক একটি পোস্টে কমেন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান স্বচ্ছ। এরপর ফেসবুকে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠে। এ সময় ওই ছাত্রলীগ নেতার শাস্তির দাবি করে জনতা। পরে রাতে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে আটক করে। তানভীর আহমেদ নামে একজন কমেন্টে লিখেছেন, এদের শাস্তি বাংলাদেশের প্রশাসন দিতে পারবে না। এদেরকে জনগণের হাতে তুলে দেওয়া উচিত।

মেহেদী হাসান নামের আরেকজন লিখেছেন, ‘যারাই আমার নবী মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করবে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। সে যে দল বা যে গোত্রেরই হোক না কেন। কোনো ছাড় হবে না।’ এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গত রাতে মহানবী (স.) কে কটুক্তির করায় একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *