শেরপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল করতে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা হয়েছে।

১৬ মার্চ রবিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় ওই কর্মশালা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ রাজীর-উল-আহসান।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন স্থানীয় সরকার বিভাগের অধীনে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করার লক্ষ্যে কাজ চলছে। আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, গ্রাম আদালতের প্রজেক্ট কো-অর্ডিনেটর মারুফ আহমেদ, গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী প্রমুখ।

কর্মশালায় শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পাঁচ উপজেলার গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটরগণ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *