বিষ্ণুপুরে ভয়াবহ আগুনে জলে-পুড়ে ছারখার শাহ আলমের স্বপ্ন
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর সদর উপজেলা ১নং বিষ্ণুপুর ইউনিয়নে কাজী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয় গত ১৬ মার্চ রাত আনুমানিক ১ টার সময়। এমন অগ্নিকাণ্ডের ঘটনা দেখে বাজারে সুইপার মোঃ আব্দুল গনি ও টেইলার দ্বিন ইসলাম, আগুন নিবানোর চেষ্টা করে আর তাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ও মসজিদ মাইক দিয়ে সকল কি আগুন নিভানোর আহ্বান করলে ততক্ষণে মুদি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায় এর আনুমানিক ১৫ লক্ষ টাকা। ঈদের আগ মূহুর্তে তবে এই বিষয় একটি কথা না বললেই নয়, এধরনের অগ্নিকাণ্ডের প্রভাবের কেবল যাঁরা পেরেছেন একমাত্র তারাই বিষয়টি উপলব্ধি করতে পারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে শাহ আলম প্রধানিয়া।
আগুন লাগার খবর পাওয়ার পরে রাতে ১টা ৩০ মিনিটের সময় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বিষয় টি নিয়ে কানা ঘেঁষা শুরু হয়েছে,অনেককে বলতে শোনা যায় এ দোকানে কেন আগুন লাগালো এটি টিন সেট দোকান কেন রইল? জনমনে নানান প্রশ্ন এই এই অগ্নিকাণ্ডের ঘটনাটিকে ঘিরে।
এবিষয়ে কাজির বাজারে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত শাহআলম প্রধানিয়া বলেন, আমি রাত ১২টার সময় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রাত ১ টার সময় খবর আসে আমার দোকান ও দোকানে থাকা মালামাল আগুন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাৎক্ষণিক আমি বাড়ি থেকে দোকানে কাছে এসে দেখলাম আমার দোকানের মালমাল পুড়ে গেছে আর সকলে চেষ্টা করছে আগুন নিবানোর জন্য।আর এখনে একটি কথা হলো আমার দোকান নিয়ে কেন এতো শত্রুতা,আমি কারো কোন ক্ষতি করিনি কেন এমন হলো আর দোকানে ১৫ লক্ষ টাকার মালামাল ছিল। তিনি আরও বলেন আমার ছোট ভাইয়ের সাথে কাজীর বাজারে একজন সাথে ঝগড়া হয়েছে সন্ধ্যায় আমার ধারণা তারাই এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত রয়েছে।
এদিকে খবর পেয়ে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন, আর ক্ষতিগ্রস্ত শাহ আলম প্রধানিয়া পাশে থাকার আশ্বাস দেন।