পত্নীতলার ছাত্রলীগ নেতা শিফাতের ফিরে আসা নিয়ে জনমনে উদ্বেগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা শিফাত রিজভী। তার গ্রামের বাড়ী উপজেলার শিহাড়া ইউনিয়নের পরানপুর গ্রামে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। তাকে নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় একটি সুত্র জানাঢ, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের আগে পত্নীতলায় ছাত্র জনতার উপর হামলা চালানো সহ মদদদাতা হিসেবে জড়িত থাকার বিস্তর অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের পর গা ঢাকা দিলেও সাম্প্রতিক সময়ে তাকে আবারও এলাকায় দেখা যাচ্ছে।

আরো অভিযোগ পাওয়া যায়, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা করে নামধারী ছাত্রলীগ নেতা পুনরায় এলাকায় প্রভাব বিস্তার করার বিস্তর চেষ্টা করছেন। যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, তার ফিরে আসা এবং পুলিশের নীরব ভূমিকা নতুন করে আতঙ্কের সৃষ্টি করতে পারে।

স্থানীয় এক বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “যে লোক এক সময় হামলার নেতৃত্ব দিয়েছিল, তার আজ নির্ভয়ে ঘুরে বেড়ানো আমাদের হতাশ করেছে। প্রশাসনের উচিত সঠিক তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা।”

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো: এনায়েতুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন” বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের কাওকে পুলিশ প্রশাসন কোন ঠাঁই দেয়নি বা যোগাযোগ পর্যন্ত হয়নি। যদি কেউ বলে থাকে তাহলে সেটি একটি প্রোপাগাণ্ডা ছাড়া কিছুই নয়”।

কথিত ছাত্রলীগ নেতা শিফাত রিজভী যাতে এলাকায় নতুনভাবে দৌরাত্ম সৃষ্টি করতে না পারে এই বিষয় নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *