নালিতাবাড়ীতে ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ১
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৬০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ মো. আনিস (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল।
১৬ মার্চ রবিবার ভোরে উপজেলার পলাশিকুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সাথে জব্দ করা হয় তার হেফাজতে থাকা আমদানি নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয মদ।
আটক হওয়া আনিস শেরপুর সদর উপজেলার নন্দীরবাজার এলাকার মৃত কাসেম আলীর ছেলে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল রবিবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া এলাকায় হযরত মেম্বারের নির্মাণাধীন বাড়ির সামনে পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করে। ওইসময় একটি মিনি পিকআপসহ আমদানি নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় মদ জব্দ ও মাদক কারবারি আনিসকে আটক করা হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক (ওসি) মো. সালেমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।