আদমদীঘিতে দুই মাদকসেবির জেল-জরিমানা
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে দুই মাদকসেবিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ফিরোজ প্রামাণিক (৪০) ও নওগাঁ জেলার সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে সোহেল রানা (৪২)।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিরোজ ও সোহেলকে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।