কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশের অভিযানে নগরীতে চোরাই মালামালসহ ২ চোর আটকরে।
বিভাগীয় প্রতিনিধি খুলনা।
এম এ জলিল
আড়ংঘাটা থানা পুলিশের একটি টিম গত ১৪ মার্চ ২০২৫ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোর মিলন (৩৩), পিতা-মৃত: মান্দার মন্ডল, সাং-তারনিবাস, থানা-চৌগাছা, জেলা- যশোর এবং মাকসুদ (৩০), পিতা-আইয়ুব আলী, সাং-কালীতলা, থানা-আড়ংঘাটা, খুলনাদ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে চুরি হয়ে যাওয়া ১ টি তিন ইঞ্চি সিডি-১৭০ শ্যালো মেশিন উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়ংঘাটা থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে।