বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার প্রতিবাদে মানববন্ধন, শিববাড়ি, খুলনা
বিভাগীয় প্রতিনিধি খুলনা।
এম এ জলিল
খুলনা শহর খালিশপুর থানা। ২৪বছর বয়স ছেলেটির । পরিবারের সহযোগিতয় তাদের পাশের বাঢ়ীর একটি মেয়েকে
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করারে দিনের পর দিন । এক পর্যয় মেয়েটি গর্ভধারণ করে।এই নিয়ে মানববন্ধন করে খুলনা শিববাড়ি মোরেএ।