ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর পৌর মেয়র প্রার্থী আব্দুল আলিম,ঝিনাইদহ জেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক জনাব তাজুল ইসলাম,ঝিনাইদহ জেলা ওলামা মশায়েখ এর সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, শিবিরের শহর সভাপতি মেহেদী হাসান রাজু, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল।।