মধুপুরে এনআইডি সেবা হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে টাঙ্গাইলের মধুপুর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার ( ১৩ মার্চ) বেলা সাড়ে এগারো টায় বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন এর আয়োজনে মধুপুর উপজেলা নির্বাচন অফিস ভবনের সামনে ইসি’র কর্মকর্তা-কর্মচারীরা জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সেই লক্ষ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে। এরই প্রতিবাদে সারাদেশের ন্যায় মধুপুরেও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলে মধুপুর উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরীন, সহকারী নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম খান সহকারী নির্বাচন অফিসার লুৎফা আক্তার মো: পারভেজ খান,মো: রাছেল হক সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।