শৈলকূপায় দেবরের হাতে ভাবি খুন
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী দেবরের হাতে ভাবি হত্যার শিকার হয়েছে। নিহত রেশমা খাতুন (৪০) রতনপুর গ্রামের আব্দুল হামিদ জোয়ার্দ্দারের স্ত্রী ও তিন সন্তানের জননী।
নিহত রেশমার স্বামী আব্দুল হামিদ জোয়ার্দ্দার জানান, গত ৮ মার্চ বিকেলে রেশমা রান্নাঘরে রান্না করছিলেন। এসময় দেবর মনোয়ার জোয়ার্দারের ছেলে মানসিক প্রতিবন্ধী নাহিদ জোয়ার্দ্দার হঠাৎ করে লোহার শাবল দিয়ে ভাবি রেশমার মাথায় আঘাত করে। পরে মারাত্মক আহত অবস্থায় রেশমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রেশমা কিছুটা সুস্থ হলে গতকাল বুধবার সকালে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। সন্ধ্যার পর রেশমা আবারো অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ বেলা ১২টার দিকে রেশমা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এদিকে শৈলকূপা থানা পুলিশ মানসিক প্রতিবন্ধী নাহিদ জোয়ার্দ্দারকে আটক করার চেষ্টা করছে বলে ওসি মাসুম খান জানিয়েছেন।