ছোট বোন আছিয়ার মৃত্যুর সংবাদে মাগুরায় তারগ্রামে শোকের মাতন।
বিকাশ বাছাড়,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার ধর্ষণ ও নির্যাতনে গুরুতর অসুস্থ আট বছরের শিশু আছিয়া বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা একটার সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সি এম ই এস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। সন্ধ্যার আগে তার মরদেহ সিএমএইচ থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে মাগুরার উদ্দেশ্যে রওনা দেয় সেনাবাহিনী।
মাগুরা স্টেডিয়ামে মরদেহ পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে আছিয়ার মরদেহ শহরের নোমানী ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিজ আলম,হাসনাত আব্দুল্লাহ ও মৌলানা মামুনুল হকসহ মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম,পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের মানুষের ঢল নামে। বাদ এশা আছিয়ার বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পার্শ্ববর্তী আছিয়া যে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ছিলো সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে সোনাইকুন্ডী সম্মিলিত ঈদগা ও গোরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে শিশু আছিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাঁদছেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা। দুপুরে আছিয়ার মৃত্যুর খবর তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আতীয়-স্বজন, প্রতিবেশীসহ এলাকাবাসী।
মাগুরার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে আছিয়াদের বাড়িতে। পুরো এলাকায় চলছে শোকের মাতম। শিশু, কিশোর-কিশোর, নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের একটাই দাবি- ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি। এ ঘটনার শাস্তি দাবি করেন তারা।