ঢাকা-চট্টগ্রাম সড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা দুটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও ধারালো অস্ত্র জব্দ এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান।

গ্রেপ্তাররা হলেনÑ চাঁদপুর জেলার মনপুরা এলাকার আব্দুল হান্নান, লক্ষ্মীপুরের চরম মহান এলাকার শরিফ হোসেন, কুমিল্লার চান্দিনা উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের নজরুল ইসলাম ও একই উপজেলার দোল্লাই নবাবপুরের মোহাম্মদ আলাউদ্দিন।
এসপি নাজির আহমেদ খান জানান, ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ এবং লুণ্ঠিত মালামাল, অর্থ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে একের পর এক ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। ডাকাত দলের প্রধান টার্গেট প্রবাসীদের গাড়ি। এরপর মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। ফলে রাতে যাত্রী ও যানবাহনের চালকদের কাছে আতঙ্কের জনপদ এখন মহাসড়ক। সন্ধ্যা নামার পর মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে।

গত ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাগুন করা এলাকায় একই স্থানে একই কৌশলে একজন মালয়েশিয়া প্রবাসী ও কুয়েত প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়। এসব ঘটনায় পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগীরা। এরপরই টনক নড়ে পুলিশ প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *