কলাগাছিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়াকে ৮ সদস্যের অনাস্থা

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়াকে অনাস্থা দিয়েছে পরিষদের ৮ সদস্য। সম্প্রতি তাদের সঙ্গে অসাদাচারণ,রাজনৈতিক প্রভাবসহ নানা অভিযোগ উপস্থাপন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের কাছে ওই অনাস্থাপত্রটি দাখিল করেন। অনাস্থাপ্রদানকারী সদস্যদের মধ্যে ৩নং ওয়ার্ডের সদস্য হাবিব মেম্বার জানান,দেলোয়ার প্রধানকে যে কারণে বাদ দেয়া হয়েছে জামান মিয়ার মাঝে তার সবই রয়েছে। সে একই চরিত্রের লোক। সে এককভাবে পরিষদ চালানোর চেষ্টা করেন। আমাদের কোন মতামত তিনি নেন না। এর আগেও সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে খবরদারি করেছেন তাই এবার আমরা চাইনা। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া বলেন, আমাকে প্রশাসনিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে আমি ৪/৫ বার সুন্দর ভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন কোন দুর্নীতি হয় নাই। আমার জানা মতে, আমি কোন ভুল ত্রুটি করি নাই। আমাকে প্রশাসন যদি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, আমি তা মেনে নেব। আইনের বিরুদ্ধে আমি কিছুই করবো না।
উল্লেখ্য,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়েরকৃত একাধিক মামলায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশের হাতে গ্রেফতার হন। সে কারণে নিয়মের নিমিত্তে তাকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহত প্রদান করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে থাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ মো. জামান মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
মদনপুর আল ফাহাদ ট্রেড
লাইনসে দুর্ধর্ষ ডাকাতি
\ গার্ডদের বেঁধে ২২লাখ টাকার মালামাল লুট
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরের একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২জনের অজ্ঞাতনামা দুর্বত্তরা ফ্যাক্টরীর নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে হাত পা বেঁধে ভেতরে ঢুকে বিভিন্ন মূল্যবান মালামাল,জেনারেটর,৩টি কম্পিউটার,সিসি ক্যামেরা,মনিটর,৪টি মোবাইল ফোন,কোরবানির জন্য ক্রয়কৃত গরু ও শ্রমিকদের জন্য রাখা নগদ ১৩ লাখ ২০হাজার টাকাসহ প্রায় ২২লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার আল ফাহাদ ট্রেড লাইনসে এ ঘটনাটি ঘটে। ডাকাতরা প্রত্যেকেই মুখোশ পরহিত বলে প্রহরীরা জানিয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিফ ইমাম ও বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে আলাপকালে আব্দুল মান্নান জানান, গত বছরও অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একই কায়দায় ফ্যাক্টরীতে ডাকাতি করে প্রায় ২০লাখ টাকার মালামাল লুটে নেয় কিন্ত আদৌ তার কোন ব্যবস্থা হয়নি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মানবসেবায় আমরা ছাত্রসমাজ
শহরে আড়াইশ’ দুঃস্থকে ইফতার উপহার
দিলেন সাবেক সাংসদ কণ্যা নেভিনা
বন্দর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে ইফতার উপহার বিতরণ করেছে মানবসেবায় আমরা ছাত্র সমাজ সংগঠন। গত ১২ মার্চ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের টানবাজারস্থ মিনাবাজার হতে শুরু করে বন্দর সেন্ট্রাল ফেরি ঘাট,নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট,১নং রেল ষ্টেশন,২নং রেল গেইট ও চাষাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে ঘুরে এ সকল উপহার সামগ্রী প্রদান করা হয়। ইফতার উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য কমান্ডার সিরাজুল ইসলামের কণ্যা নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি সামিয়া ইসলাম নেভিনা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার মাহমুদুল হাসান আরমান। মানবসেবায় আমরা ছাত্র সমাজ সংগঠনের সভাপতি মো: তানভির আলম খান অনিকের তত্ত্বাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাকিব হোসাইন,মোঃ আল আমিন,মোঃ মনির হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এতে প্রায় আড়াই শতাধিক দুঃস্থ মানুষের হাতে উপহার তুলে দেয়া হয়।
লাঙ্গলবন্দে সেলিম বাহিনীর ড্রেজার ব্যবসা
এলাকাবাসীর জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দর মুছাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের লাঙ্গলবন্দ বাজার ও বাকসরাইল এলাকায় ব্যাপক আধিপত্য গড়ে তুলেছে কথিত কৃষক দল নেতা সেলিম মাহমুদ। ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তার এবং তার বাহিনীর কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে জনৈক নারী জানান, মহিলাদের মধ্যে অনেকেই বলে তারা গায়ে হাত তুলে,এক বৃদ্ধার পা ভেঙ্গে ফেলেছে, জোর করে জায়গা দখল করেছে এমন অনেক অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। এলাকাবাসী আরো জানায়, সেলিম,মাসুদ, সিপন ও মুক্তার হোসেনের ছেলেরা এক সময় আজমেরী ওসমানে আস্থাভাজন ছিলো। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজকে কৃষক দলের নেতা হয়ে গেছেন। এদিকে জনগনের দাবীর পক্ষ নিয়ে অভিযুক্ত কারিদের সাথে সেই এলাকার সাবেক মেম্বার মনোয়ার হোসেন তাদের সাথে কথা বলতে গেলে তার সাথেও দূর্ব্যবহার করে বলে জানায় স্থানীয়রা। স্থানীয় দোকানদাররা জানান, আগে যার জাতীয় পার্টির রাজনীতি করতো তারাই আজ বিএনপির কর্মী, নতুন বিএনপিতে ঢুকেই আওয়ামী দোসরদের ন্যায় চাঁদাবাজি শুরু করেছে। জনৈক দোকানী জানান, আমার কাছে ২ লক্ষ টাকা চাদা চেয়েছে, না দিলে দোকান খুলতে দেয় না । আমার পাশেই কিছু দোকান নির্মাণ হচ্ছে, চাঁদা না দেওয়ায় সেই দোকানের মালামাল নিয়ে গেছে। অপরদিকে ড্রেডারে নস্ট হচ্ছে পরিবেশ এবং নদীর পানি এই ধরনের চাঁদাবাজদের হাত থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। এদের ভয়ানক কবল থেকে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *