আদমদীঘিতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ১০০ গ্রাম হেরোইনসহ সুমন পাহান (২৭) নামের এক বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সুমন পাহান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিশ্বনাথপুর হিন্দুপাড়া এলাকার সষ্টি পাহানের ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার রাতে উপজেলার শিবপুর গ্রামের শরিফ এগ্রো ফার্মের সামনে নওগাঁ-বগুড়া মহাসড়কে চেক পোস্ট বসিয়ে একটি যাত্রী বাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় সুমন পাহান নামে যাত্রীবেশে থাকা এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এরপর তাকে তল্লাশি করে উক্ত পরিমাণ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *