মহেশপুরে জামায়াতের নারী কর্মীদের উপর বিএনপি কর্মীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী কর্মীদের উপর বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মহেশপুর উপজেলা জামায়াতের মহিলা শাখার উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মহেশপুর সরকারী ডিগ্রি কলেজ মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর অধ্যাপক ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আ’লীগ ফ্যাসিস্ট আমলে যা ঘটেনি তা এখন মহেশপুরে ঘটলো অবিলম্বে নারীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করুন,নইলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। তখন এই বাঁধ ঠেকানো যাবে না।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অঞ্চল টিম সদস্য আলমঙ্গীর বিশ্বাস, জেলা আমীর আবু বকর মোহাম্মদ আলী আজম,সেক্রেটারী মাও. আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাই, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান প্রমূখ ।
মহিলাদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জামায়াতের মহিলা বিভাগের জেলা সেক্রেটারী ইয়াসমিন আরা। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মহেশপুর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী রেহেনা বেগম, সহকারী সেক্রেটারী জোবাইদা খানম, সদস্যা হাসিন বেগম, শাহানারা বেগম, আমেনা খাতুন প্রমূখ।
উল্লেখ্য গত ৯ তারিখে মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া কুল্লো গ্রামে জামায়াতে নারীদের সমাবেশে অপ্রত্যাশিত হামলা করে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা। ঘটনার প্রেক্ষিতে থানায় একটি মামলা হয়।
এঘটনায় মহেশপুর থানা পুলিশ আজ মঙ্গলবার সোহেল নামের এক আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে বলে ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন নিশ্চিত করেন।