দেবহাটায় আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা
মিজানুর রহমান দেবহাটা প্রতিনিধি ।। দেবহাটা উপজেলায় আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ মার্চ সকাল ১১ টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা থানার ওসির প্রতিনিধি এস আই রাজু আহমেদ, উপজেলা প্রকৌশলী দুৎতি মন্ডল, সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, মহিলা বিষয় কর্মকর্তা নাসরিন জাহান, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, হাবিলদার খন্দকার আবুল কাসেম, সুবেদার আ: লতিফ, জামায়াত নেতা জিয়াউল ইসলাম জিয়া ও সাবেক মুক্তিযোদ্ধো কমান্ডার জামসেদ আলম প্রমুখ। এসময় সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, দৃষ্টিপাতে নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, ইমাম সমিতির সভাপতি হাফেজ আ: সাত্তার, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, দেবহাটা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, সাংবাদিক ফারুক মাহবুব ও আই সিটি কর্মকর্তা ইমরান হোসেন সহ উপজেলা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, চোরা চালান, মাদক সেবী ও কারবারি, বাল্য বিবাহ বন্ধ ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, দেবহাটা উপজেলার ৬৫০ থেকে ৬৮০ টাকার বেশী কেহ গরুর মাংস বিক্রয় করা যাবে না, মাদক ক্রয়-বিক্রয়, মাদকাসক্ত ও বেকারত্ব তাদের সরকারি ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সভা শেষে একই স্থানে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস কিভাবে পালন করা হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।