শেরপুরে দেশব্যাপি ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মানববন্ধন

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় দেশব্যাপি নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিপাদে মানববন্ধন হয়েছে।

১০ মার্চ সোমবার দুপুরে নকলা পৌর শাখা ছাত্রদল ও নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদল ওই মানববন্ধনের আয়োজন করে।

নকলা পৌরশহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে নকলা পৌর শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহবায়ক ছানেয়ার হোসেন অভি, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল আলম আলমগীর, সদস্য মাহিন ইশতিয়াক তানিম প্রমুখ।

নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের সামনে নকলা-চন্দ্রকোনা পাকা সড়কের পাশে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের
আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাজাহারুল ইসলাম বাবু, পৌর ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব জালাল সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদুর রহমান নাহিদ প্রমুখ।

মানববন্ধন থেকে শ্লোগান উঠে ‘ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ধর্ষকের দুই গালে, জুতা মার তালে তালে’, আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’।

উভয় মানববন্ধনে পৌর ছাত্রদল এবং সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *