মধুপুরে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

টাংগাইল জেলা প্রতিনিধি

রাহিদ রানা

সারা বাংলাদেশের ন্যায় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরেও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় সারা বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন এবং চলমান ধর্ষণের প্রতিবাদে মধুপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আয়োজনে সারাদেশে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।

চলমান সময়ে ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতা ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে মধুপুর সরকারি কলেজ মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়।

বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচীতে মধুপুর উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম রুমান ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও মধুপুর সরকারি কলেজের সাধারণ ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

এ বিক্ষোভ সমাবেশ থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *