নগরীতে ২ পেশাদার দস্যু আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধারঃ

বিভাগীয় প্রতিনিধি খুলনা, এম এ জলিল
লবণচরা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম খুলনা-মোংলা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড সংলগ্ন হাতিয়া ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে গত ০৮ মার্চ ২০২৫ তারিখ রাতে পেশাদার দস্যু ১) কাউসার (১৯), পিতা-মোঃ রাজ্জাক, সাং-আলগি পাতাকাটা, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর এপিসাং-রূপসী রূপসা, থানা-লবণচরা এবং ২) আনোয়ার (৩৫), পিতা-মৃত: আমজাদ হোসেন, সাং-হরিণখানা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এপিসাং-সাচিবুনিয়া বিশ্বরোড মোড়, থানা-লবণচরা, খুলনা’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১ টি লুন্ঠিত পিকআপ, নগদ ৫ হাজার টাকা এবং দস্যুতার কাজে ব্যবহৃত ১ টি চাকু উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০৮, তারিখ-০৯/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯২/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *