ছাত্রদল নেতার রগ কাটল বিএনপি নেতা
বিশেষ প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুল্লাহকে কুপিয়ে জখমসহ হাত ও পায়ের রগ কেটে দিয়েছে এক বিএনপি নেতা ও তার সহযোগীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে গত শনিবার রাত ৯টার দিকে নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে বসে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর নেতৃত্বে তার সহযোগীরা প্রকাশ্যে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় আহত সাবেক ছাত্রদল সভাপতিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুল্লাহর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ৯টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এ সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর নেতৃত্বে তাদের সহযোগীরা ধারাল অস্ত্র দিয়ে ছাত্রদলের সাবেক সভাপতিকে এলোপাতাড়িভাবে কোপাতে শুরু করে। এ সময় জীবনক্ষার্থে ছাত্রদল নেতা প্রতিরোধ গড়ে তুলতে গেলে তাকে রাস্তার ওপর ফেলে কুপিয়ে মারাত্মক জখমসহ হাত ও পায়ের রগ কেটে রাস্তার ওপর ফেলে রেখে হামলাকারীরা স্থান ত্যাগ করে। ছাত্রদল নেতার স্বজনরা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় আসাদুল্লাহকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল নেতার ওপর হামলার বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন হাওলাদার জানান, অপরাধীদের কোনো দল নেই, ধারণা করা হচ্ছে ব্যক্তিগত কোন্দল থেকেই এই হামলা চালানো হয়েছে। তবে অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি আরও জানান, হামলায় আহত ছাত্রদল নেতা শেবাচিম হাসপাতালে পৌঁছলে আমিসহ দলের অসংখ্য নেতাকর্মী খোঁজখবর নিয়েছি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছেন। এদিকে বাকেরগঞ্জে ছাত্রদল নেতা আসাদুল্লাহ খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদল। গতকাল রবিবার বেলা ১১টায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে (বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে) মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্যসচিব রাকিব তালুকদার, বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্যসচিব কবির খান, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলাল হাওলাদার, সদস্যসচিব জসিম হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল জোনায়েদ, কায়েস রহমান, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল খান প্রমুখ। এ সময় বক্তারা প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসাদুল্লাহ ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেয়।
বিএনপি থেকে সালাম মৃধা ও সোহেল ফরাজী বহিষ্কার : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ন-আহ্বায়ক সোহেল ফরাজীকে বহিষ্কার করেছে বিএনপি। রবিবার দলটির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।