চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং এর সদস্য ১১ আটক

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং এর সদস্য ১১ আটক করে।

চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায়, চাঁদপুর সদর মডের থানার অফিসার ইনচার্জ, মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই মোঃ আওলাদ হোসেন রিকাবদার এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম গত ৯ মার্চ চাঁদপুর সদর মডেল থানা নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া, তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর সদস্য জুবায়েদ হোসেন (১৯), পিতা-আরশাদ গাজী, মাতা-আমেনা আক্তার, সাং-নাজিরপাড়া, সখিনা ভিলা, পৌর ১২নং ওয়ার্ড, মোঃ ইব্রাহিম গাজী (১৯), পিতা-বাবুল গাজী, মাতা-তানিয়া বেগম, সাং-মান্দারী,মোঃ সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), পিতা-জিএম শফিকুল ইসলাম, মাতা-মাহমুদা বেগম, সাং-দক্ষিন সূত্র দাসদী, গাজী বাড়ী, বাবুরহাট, ১৪নং পৌর ওয়ার্ড, সর্বথানা-চাঁদপুর, হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮), পিতা- খান সালেহ আহাম্মেদ, সাং-আলগী দুর্গাপুর, থানা-হাইমচর, বর্তমান-দর্জি ঘাট, বঙ্গবন্ধু সড়ক, পৌর ১২নং ওয়ার্ড, আকাশ গাজী (১৯), পিতা-ইমরান গাজী, মাতা-কুলসুমা বেগম, সাং- নিউ ট্রাক রোড, ১০নং পৌর ওয়ার্ড, জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), পিতা-নাজির হোসেন, মাতা- রহিমা বেগম, সাং-জামতলা (খুরশিদা ভিলা), ০৭নং পৌর ওয়ার্ড, খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), পিতা- মনির হোসেন, মাতা-জবেদা বেগম, সাং-আদর্শ মুসলিম পাড়া, ০৮নং পৌর ওয়ার্ড, মোঃ আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), পিতা-মনির হোসেন গাজী, মাতা-সালমা বেগম, সাং-ষোলঘর পাকা মসজিদ, পৌর ১৩নং ওয়ার্ড, সর্বথানা-চাঁদপুর, সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), পিতা-বিল্লাল হোসেন, মাতা-শাহিনা আক্তার, সাং-সন্তোষপুর, গাজী বাড়ী, খানা-ফরিদগঞ্জ, বর্তমান-তালতলা, বকাউল বাড়ী রোড (ডাক্তার সবুজ এর বাড়ীর ভাড়াটিয়া), পৌর ০৯নং ওয়ার্ড, শেখ ফরিদ (২০), পিতা-মোঃ হারুন শেখ, সাং-আদালত পাড়া, ১০নং পৌর ওয়ার্ড,।মোঃ সাফিন আহম্মেদ (১৮), পিতা-আবু সুফিয়ান ডাক্তার, সাং-দক্ষিণ দাসদী, ১৪নং পৌর ওয়ার্ড, সর্ব থানা ও জেলা-চাঁদপুর দের আটক করা হয়। আটককৃত কিশোর গ্যাং এর সদস্যদের চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৩৩, তারিখ-০৯/০৩/২০২৫ ইং, ধারা-143/341/323/326/307/506 পেনাল কোড এবং নন. এফ. আই. আর প্রসিকিউশন নং-৩৩/২০২৫, তারিখ-০৯/০৩/২০২৫ ইং ধারা-পুলিশ আইনের ৩৪ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *