তিন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

অপরাধ তথ্যচিত্র স্টাফ রিপোর্ট।
রাজধানীর রামপুরায় ছাত্র আন্দোলনের সময় কার্নিশে ঝুলন্ত এক যুবককে গুলি করার ঘটনায় পুলিশের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রবিবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাজধানীর রামপুরায় গণহত্যা ও ভবনের কার্নিশে ঝুলন্ত এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) তাজুল ইসলাম।

ট্রাইব্যুনালের নির্দেশে এ তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র জানায়, রামপুরার গণহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, রাশেদুল বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে এবং রামপুরা থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া ডিএমপিতে কর্মরত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই বিকালে আফতাবনগরের একটি হোটেলে কর্মরত আমির হোসেন (১৮) কাজ শেষে বাড়ি ফেরার পথে মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ দেখতে পান। রাস্তার দুই পাশে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখে আতঙ্কিত হয়ে তিনি পাশের একটি নির্মাণাধীন ভবনে ছুটে যান এবং ছাদে উঠে যান। পুলিশ তার পিছু ধাওয়া করে।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আমির মরিয়া হয়ে ভবনের চতুর্থ তলার কার্নিশের একটি রড আঁকড়ে ধরে ঝুলে আছেন। অথচ তখনও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। যা সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। মানবাধিকার সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *