বাগেরহাট চিতলমারী চরচিংগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশনায় তার চেয়ারে বসে পিওন কোচিং বানিজ্যের মাধ্যমে হাজার হাজার টাকা ভাগাভাগি করে হাতিয়ে নিচ্ছে।
ভ্রাম্যমান প্রতিনিধি:
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরচিংগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন বাবুর নির্দেশনায় শ্রেণিকক্ষে তার চেয়ারে বসে পিওন আলআমিন কোচিং বানিজ্যে হাজার হাজার টাকা প্রধান শিক্ষকসহ পিওন ভাগাভাগি করে হাতিয়ে নিচ্ছে।
ঘটনার বিবরণে প্রকাশ: একটি নির্ভরযোগ্য সূত্র ব্যক্ত করে, উল্লেখ্য স্কুলটির কোচিং বানিজ্যের কারণে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। অদ্য ০৯-০৩-২০২৫ তারিখ সকাল ৮.০০ ঘটিকায় অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরেজমিনে উপস্থিত হয়ে দেখতে পায়, পিওন আল আমিন শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক বিজন বাবুর চেয়ারে বসেই কোচিং বাণিজ্যে ন্যস্ত আছে। তাৎক্ষনিক ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় উল্লেখ্য ছবিটি ক্যামেরায় ধারণ করে।
এলাকার গণ্যমান্য সচেতন মহল ব্যক্ত করে, প্রধান শিক্ষকের অতি লোভের কারণে পিওন আল আমিন তার শ্রেণি কক্ষের চেয়ারে বসেই এই কোচিং বানিজ্যটি চালাতে সক্ষম হচ্ছে। তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৪০/৫০ জন শিক্ষার্থীদের প্রত্যেকের থেকে সকাল বিকাল দুই ব্যাচে সর্বনিম্ন ৫০০/- টাকা হারে আদায় করছে মর্মে শিক্ষার্থী থেকে জানা যায়। যোদিও শ্রেণিকক্ষে কোচিং বানিজ্য বিধি বহির্ভূত। তথাপিও প্রধান শিক্ষক উধর্বতন কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছে। (বিস্তারিত জানতে আগামীতে পত্রিকার পাতায় চোখ রাখুন)